/anm-bengali/media/media_files/2025/01/21/MaZXRVt8otJkZr1TLAnP.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: মহাকুম্ভ ২০২৫-এর সবচেয়ে তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান 'মৌনি অমাবস্যা' উপলক্ষে দ্বিতীয় 'অমৃত স্নান'। আর সেই ‘অমৃত স্নান’কে ঘিরেই ঘটে গেল ভয়ঙ্কর পরিণতি। লক্ষাধিক তীর্থযাত্রী অংশগ্রহণ করায় পদপিষ্ট হন একাধিক মানুষ। এর জেরে প্রাণ হারান ৩০ জন। আহত শতাধিক। আর নিখোঁজ অসংখ্য মানুষ। তাঁদের খোঁজে তল্লাশি চালাতে ময়দানে নেমেছে সেনাবাহিনীও।
ইতিমধ্যেই এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ বিশিষ্ট জনেরা।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আবেগতাড়িত হয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি ঘোষণা করেছেন। তিনি ইতিমধ্যেই তিন সদস্যের কমিটি গঠন করেছেন এই ঘটনার পুঙ্খনাপুঙ্খ তদন্ত করে দেখার জন্য। একই সাথে মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক অনুদানের কথা ঘোষণা করেছেন তিনি। একই সাথে, বিচারপতি হর্ষ কুমারের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে, যারা পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত করবেন বলে জানা যাচ্ছে।
এদিন এই প্রসঙ্গে কুম্ভের ডিআইজি বৈভব কুমার নিশ্চিত করেছেন যে, ভক্তরা একটি ব্যারিকেড ভেঙে ঘুমন্ত তীর্থযাত্রীদের উপর ছুটে গেলে ৩০ জন প্রাণ হারান। অনেকেই আহত হয়েছেন, এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।
অথচ এই পরিস্থিতির মধ্যেও এদিন সন্ধ্যে ৬টা পর্যন্ত অমৃত স্নান সারেন ৬ কোটি ৯৯ লক্ষ ভক্ত। কড়া নিরাপত্তার ঘেরাটোপের মধ্যেই পুণ্য স্নান সারেন তারা। ত্রিবেণী সঙ্গমেই জড় হন এই কোটি কোটি ভক্ত।
/anm-bengali/media/media_files/2025/01/29/MpFVfPbImcCkctjBZQoA.webp)
আপাতত অমৃত স্নান সারলেও গোটা মহাকুম্ভ জুড়ে পদদলিতের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসন তৎপরভাবে উদ্ধার ও সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এই দুর্ঘটনার কারণ বিশ্লেষণ করে ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেই উত্তর প্রদেশ সরকারের তরফে জানান হয়েছে। তবে আপাতত, আগামী কয়েকদিন ভিড় নিয়ন্ত্রণই রাখার চেষ্টা করছে প্রশাসন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us