/anm-bengali/media/media_files/2025/09/07/syrian-man-arrested-2025-09-07-20-57-58.jpg)
নিজস্ব সংবাদদাতা: আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চের হাতে ধরা পড়ল এক আন্তর্জাতিক প্রতারণা চক্র। শনিবার দিল্লি বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে তিনজন সিরিয়ান নাগরিককে। অভিযোগ, তারা ভারতে বসেই গাজায় যুদ্ধাহত মানুষের নাম ব্যবহার করে ভুয়োভাবে দান সংগ্রহ করছিলেন।
ধৃতদের নাম জাকারিয়া হাইথাম আলাজার, আহমেদ ওহাদ আলহাবাশ এবং ইউসুফ খালিদ আলজাহার। জানা গেছে, ৩ সেপ্টেম্বর তারা দিল্লি থেকে দুবাই হয়ে দামাস্কাস যাওয়ার ফ্লাইট ধরতে যাচ্ছিলেন। সেই সময় ইমিগ্রেশনে তাদের থামানো হয়, কারণ আগেই তাদের বিরুদ্ধে লুক-আউট নোটিশ জারি করা হয়েছিল। পরে আহমেদাবাদ পুলিশের বিশেষ দল তাদের হেফাজতে নেয়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/16/arrested-123-2025-08-16-14-44-43.jpg)
পুলিশ জানিয়েছে, এই ঘটনা নতুন নয়। গত মাসেই একই চক্রের আরও এক সিরিয়ান নাগরিককে আহমেদাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছিল। তদন্তকারীদের দাবি, এই চক্র ভারতে বসে মানুষের সহানুভূতিকে কাজে লাগিয়ে বিদেশে অর্থ পাঠানোর ফন্দি আঁটছিল।
এই গ্রেপ্তার নিয়ে নিরাপত্তা মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। এখন পুলিশ খতিয়ে দেখছে, এই অর্থ কোথায় পাঠানো হচ্ছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us