হরিয়ানার ফরিদাবাদে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো নির্মীয়মাণ তিনতলা ভবন ! দেখুন ভয়ঙ্কর ভিডিও

কেন ভেঙে পড়লো এই ভবনটি ?

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : হরিয়ানার ফরিদাবাদের হারফলা (Harfla) এলাকায় একটি বড় ধরনের দুর্ঘটনার খবর পাওয়া গেছে। আজ একটি নির্মীয়মাণ তিনতলা ভবন হঠাৎ করেই ধসে পড়েছে। এই ঘটনায় ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন শ্রমিক আটকে পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

house collapsed medinipur

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, আজ বিকালে হারফলা এলাকায় ভবনটি ধসে পড়ে। ঠিক কী কারণে এই ধসের ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। নির্মাণের কাজে ত্রুটি নাকি কাঠামোগত দুর্বলতা, তা খতিয়ে দেখা হচ্ছে। দেখুন ভিডিও :