২৩,০০০ মহিলা-শিশু নিখোঁজ মধ্যপ্রদেশে! ধর্ষণ মামলার ১৫০০ অভিযুক্ত এখনও পলাতক! চুপ কেন প্রশাসন?

মধ্যপ্রদেশে গত দেড় বছরে ২৩ হাজার মহিলা নিখোঁজ।

author-image
Tamalika Chakraborty
New Update
ambulance


নিজস্ব সংবাদদাতা:  মধ্যপ্রদেশ থেকে নিখোঁজ ২৩,০০০-র বেশি মহিলা ও নাবালিকা! চাঞ্চল্যকর এই তথ্য প্রকাশ পেল রাজ্য বিধানসভায়। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সময়কালে রাজ্যের বিভিন্ন জেলা থেকে মোট ২৩,০০০-এরও বেশি মহিলা ও নাবালিকার হদিস পাওয়া যায়নি। শুধু তাই নয়, ধর্ষণ ও অন্যান্য নারী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত প্রায় ১,৫০০ অপরাধী এখনও পলাতক।

বিষয়টি সামনে আসে বিধানসভায় কংগ্রেসের প্রবীণ বিধায়ক বালা বচ্চনের একটি নির্দিষ্ট প্রশ্নের উত্তরে। তিনি জেলার ভিত্তিতে নিখোঁজ হওয়া মহিলা ও শিশুদের সংখ্যার পাশাপাশি ধর্ষণ ও যৌন নিগ্রহ সংক্রান্ত মামলার আপডেট জানতে চেয়েছিলেন। তারই উত্তরে এই ভয়াবহ চিত্র উঠে আসে।

Crime

রাজ্যে নারী সুরক্ষা নিয়ে এমন ভয়াবহ পরিসংখ্যান প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, এত বিপুল সংখ্যক মহিলা ও শিশুকন্যা নিখোঁজ হওয়া সত্ত্বেও প্রশাসন কেমনভাবে নিশ্চুপ থাকতে পারে? পাশাপাশি, ১৫০০ ধর্ষণ অভিযুক্ত ব্যক্তি এখনও ধরা না পড়ায় আইনের কার্যকারিতা নিয়েও উঠছে প্রশ্ন।

মানবাধিকার সংগঠনগুলি এই তথ্যকে উদ্বেগজনক বলেই বর্ণনা করেছে। তারা দাবি তুলেছে, দ্রুত উদ্ধার হোক নিখোঁজরা এবং আইনের আওতায় আনা হোক সমস্ত অপরাধীদের।