আটক ২২ জন ভারতীয় জেলে!

২২ জন জেলেকে আটক করল শ্রীলংকার নৌবাহিনী।

author-image
Aniruddha Chakraborty
New Update
,জ

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ বুধবার রাতে জাফনার ডেলফ্ট দ্বীপের উত্তর-পশ্চিমে পালক উপসাগরীয় সাগরে শ্রীলংকার জলসীমা থেকে চারটি ভারতীয় ট্রলার বাজেয়াপ্ত এবং তামিলনাড়ুর ২২ জন জেলেকে আটক করেছে শ্রীলংকার নৌবাহিনী।

শ্রীলংকান নৌবাহিনী জানিয়েছে, '২১ জুন, শ্রীলংকার জলসীমা থেকে ভারতীয় চোরা শিকারি ট্রলারগুলোকে তাড়াতে শ্রীলংকার নৌবাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। জাফনার ডেলফ্ট দ্বীপের উত্তর-পশ্চিমে শ্রীলংকার জলসীমায় ২২ জন ভারতীয় জেলেসহ চারটি ভারতীয় ট্রলার বাজেয়াপ্ত করা হয়েছে।' 

রামানাথপুরম জেলার রামেশ্বরমের মৎস্যজীবী সমিতি জানিয়েছে, আটক জেলেরা নাগাপট্টিনাম, পুদুকোট্টাই এবং রামনাথপুরম জেলার বাসিন্দা।

শ্রীলংকার নৌবাহিনী জানিয়েছে, '২২ জন ভারতীয় জেলেসহ আটক ট্রলারগুলো কাঁকেসানথুরাই বন্দরে আনা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাদের মাইলাদি মৎস্য পরিদর্শকের কাছে হস্তান্তর করা হবে।' 

তামিলনাড়ু মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক এন জে বোস জানিয়েছেন, গ্রেফতারের ঘটনায় স্থানীয় জেলেরা উত্তেজিত।