উপত্যকায় অপারেশন আখলের নবম দিন, প্রাণ দিলেন ল্যান্স নায়েক পৃতপাল সিং ও সিপাহী হরমিন্দর সিং—কী ঘটেছিল সেই ভয়াল রাতে?

অপারেশ আখালে দুই সেনা আধিকারিক শহিদ হয়েছেন।

author-image
Tamalika Chakraborty
New Update
INDIAN ARMY


নিজস্ব সংবাদদাতা: জম্মু ও কাশ্মীরের কুলগামে সন্ত্রাসবাদীদের সঙ্গে তীব্র গুলির লড়াইয়ে শহীদ হলেন ভারতীয় সেনার দুই জওয়ান। শনিবার নবম দিনে পা রাখা অপারেশন ‘আখল’-এর মধ্যে এই সংঘর্ষে প্রাণ হারান ল্যান্স নায়েক পৃতপাল সিং এবং সিপাহী হরমিন্দর সিং। সেনাবাহিনী জানিয়েছে, এই দীর্ঘতম সন্ত্রাসবিরোধী অভিযানের অন্যতম ভয়াবহ রাত ছিল শুক্রবার। রাতভর চলা গুলির লড়াইয়ে আরও দুই সেনা জওয়ান আহত হয়েছেন। এর ফলে আহত সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দশে।

indian army

চিনার কর্পস  জানিয়েছে, “দেশের সেবায় কর্তব্যরত অবস্থায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করলেন আমাদের সাহসী যোদ্ধারা—ল্যান্স নায়েক পৃতপাল সিং এবং সিপাহী হরমিন্দর সিং। তাঁদের সাহস ও নিষ্ঠা আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে। ভারতীয় সেনা গভীর শোক প্রকাশ করছে এবং শোকাহত পরিবারের পাশে রয়েছে। অভিযান এখনও চলছে।”

এই অপারেশন ‘আখল’ ইতিমধ্যেই উপত্যকার অন্যতম দীর্ঘস্থায়ী সন্ত্রাসবিরোধী অভিযানে পরিণত হয়েছে, যা নিয়ে উত্তেজনা এবং উদ্বেগ চরমে পৌঁছেছে।