Cyclone Biparjoy : দ্বারকায় মন্দিরের অভূতপূর্ব ঘটনা

দ্বারকা শহরের বিপদ ঠেকাতে দ্বারকাধীশ মন্দিরে একযোগে দুটি পতাকা উত্তোলন করা হয় আজকে। মানুষ এই সংকট থেকে বাঁচার জন্য ভগবান শ্রী দ্বারকাধীশের কাছে প্রার্থনা করছেন।

author-image
Poulami Samanta
আপডেট করা হয়েছে
New Update
123

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : ঘূর্ণিঝড় বিপর্যয় আছড়ে পড়েছে গুজরাটের উপকূলবর্তী অঞ্চলে। দ্বারকা, সোমনাথ, জামনগর  সহ সকল শহর গুলিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দ্বারকা শহরের বিপদ ঠেকাতে দ্বারকাধীশ মন্দিরে একসাথে  দুটি পতাকা দেখা গেলো আজকে।এই মন্দির ভীষণ ভাবে জাগ্রত। ভগবান শ্রী দ্বারকাধীশের কাছে প্রার্থনা জানানোর জন্যই এটি করা হয়।  সারা দেশবাসী এখন তাকিয়ে আছে গুজরাট এর দিকে।  একের পর এক ভেসে আসছে প্রাকৃতিক দুর্যোগের আপডেট ও ভয়াবহ ছবি।  তার ই মধ্যে এই ঘটনা আমাদের মন কে একটু শান্ত করছে।