জঙ্গলঘেরা এলাকার সরল আদিবাসীদের 'মাঝি সরকার'-এর নামে বিভ্রান্ত করে প্রতারণা, ধরা পড়লেন ২ জন

জানুন বিশদে।

author-image
Anusmita Bhattacharya
New Update
Arrest

বনমালী ষন্নিগ্রাহী, বাঁকুড়া: একটি স্ব-ঘোষণাপত্র পূরণ করাতে পারলে মিলত নগদ ৬০০ টাকা। তার জন্যই জঙ্গলঘেঁষা গ্রামের সরল আদিবাসীদের 'মাঝি সরকার'-এ নাম লেখালে বিনামূল্যে নানা সুযোগ-সুবিধা দেওয়ার প্রলোভন দেখানো হত। ওড়িশার ময়ূরভঞ্জ জেলার পূর্ণিয়া গ্রামের ভবেন্দ্র মারান্ডি এবং বাঁকুড়ার বারিকুল থানার রসপাল গ্রামের আদিবাসী বিকাশ পরিষদের বহিষ্কৃত নেতা সন্তোষ মান্ডিকে এই ঘটনায় গ্রেফতার করেছে বাঁকুড়া জেলা পুলিশ। ট্রানজিট রিমান্ডে ভবেন্দ্রকে ওড়িশা থেকে বাঁকুড়ায় আনা হয় এবং সোমবার খাতড়া মহকুমা আদালত ২ জনকেই সাত দিনের পুলিশ হেফাজতে পাঠায়। তাদের বিরুদ্ধে আর্থিক প্রতারণা ও সরকারি নথি জালিয়াতি সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

সম্প্রতি বাঁকুড়া ও পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের কিছু আদিবাসী এসআইআরের গণনাপত্র পূরণে অনীহা দেখান। তাদের বোঝানো হয়েছিল যে তিন হাজার টাকায় মাঝি সরকারের পরিচয়পত্র নিলে মিলবে এমন সব অধিকার, যাতে ভারত সরকারের আইন প্রযোজ্য হবে না, যাতায়াত হবে বিনামূল্যে, আর সব সরকারি পরিষেবা মিলবে খরচ ছাড়াই। এই বিভ্রান্তি দূর করতে প্রশাসন রানিবাঁধের ওই গ্রামগুলিতে গেলেও ক্ষোভের মুখে পড়তে হয় আধিকারিকদের।

তদন্তে উঠে এসেছে, ভবেন্দ্র মারান্ডি ফোনে আদিবাসীদের এসআইআর না পূরণ করে মাঝি সরকারের পরিচয়পত্র নিতে প্ররোচিত করতেন। প্রতিটি আবেদনপত্র পূরণ করানোর জন্য তিনি পেতেন ৬০০ টাকা কমিশন। অপরদিকে, সন্তোষ ছত্তীসগড়ের প্রতারণা-চক্রের সঙ্গে যোগাযোগ রেখে মাঝি সরকারের নামে প্রচার চালাতেন।

আদালতে যাওয়ার পথে ভবেন্দ্র জানান, তিনি মাঝি সরকারের একজন কর্মী মাত্র। উপরতলার অনেককে তিনি চেনেন না। ভুল বুঝে কাজ করেছেন বলে দাবি করে তিনি আদিবাসীদের এসআইআর ফরম পূরণ করার অনুরোধ জানান। ওড়িশাতেও তিনি একইভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছিলেন বলে জানিয়েছে ওই এলাকার পুলিশ।

এদিকে পুলিশের সক্রিয়তায় আদিবাসীদের একাংশ ভুল বুঝতে শুরু করেছেন। রানিবাঁধের মুচিকাটা গ্রামের এক যুবক বলেন, "বিভ্রান্ত হয়ে ফরম পূরণ করিনি, এখন চিন্তায় পড়েছি। সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেব।" এসআইআর সম্পর্কে সচেতনতা বাড়াতে সোমবার বিকেলে খাতড়া এসডিও অফিস মোড়ে সভা করেছে আদিবাসী বিকাশ পরিষদ। সংগঠনের নেতৃত্বের দাবি, এসআইআর ফরম না পূরণ করলে ভবিষ্যতে নানা সমস্যার মুখে পড়তে হবে। তাই প্রত্যেকের এসআইয়ের ফরম পূরণ করা জরুরী।

WhatsApp Image 2025-12-09 at 2.24.25 PM