/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : আজ ভোরবেলায় দিল্লির কালিন্দী কুঞ্জ (Kalindi Kunj) এলাকায় ঘটে গেল এক ভয়াবহ এনকাউন্টার। এই এনকাউন্টারের পর হরিয়ানার তিনটি হত্যা মামলার সঙ্গে জড়িত দুই শুটারকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। ইতিমধ্যেই দিল্লি পুলিশ এই ঘটনার সত্যতা স্বীকার করেছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/w3TWoc1eghkEUwqYfmv7.jpg)
আজ দিল্লি পুলিশের কাউন্টার-ইন্টেলিজেন্স টিম গোপন সূত্র মারফত খবর পায় যে, হরিয়ানার তিনটি হত্যা মামলার সঙ্গে যুক্ত অভিযুক্তরা, দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনি এলাকায় ঘোরাফেরা করছে। এরপর দিল্লির কালিন্দী কুঞ্জ এলাকার পুশতা রোডে (Pushta Road) একটি ফাঁদ পাতে পুলিশ। আজ ভোর ৩টে নাগাদ একটি বাইকে করে ওই দুই সন্দেহভাজনকে পুশতা রোডের দিকে আসতে দেখা যায়। এরপর পুলিশ তাদেরকে থামার জন্য ইঙ্গিত দিলে,ওই অপরাধীরা পুলিশের দলকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর পুলিশও পাল্টা গুলি চালালে ওই দুই অপরাধীরই পায়ে গুলি লাগে। এরপরেই তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া এই দুই শুটারকে রাহুল এবং সাহিল বলে শনাক্ত করা হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, এদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us