/anm-bengali/media/media_files/2025/05/25/PYUtOcbYjJw8GsuQzwu7.png)
নিজস্ব সংবাদদাতা: কানপুরের গুজাইনি এলাকায় নৃশংসতার শিকার এক ১৭ বছর বয়সি কিশোর। অভিযোগ, একদল স্থানীয় যুবক তাঁকে অপহরণ করে নির্মমভাবে মারধর করে। শুধু তাই নয়, ওই কিশোরকে অপমানজনক এবং অমানবিকভাবে জোর করে প্রস্রাব খাওয়ানো ও থুতু চাটাতে বাধ্য করা হয় বলে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
এই ভয়াবহ ঘটনা ঘটে ২৫ জুন। কিশোরটি গুজাইনিতে নিজের কসমেটিকস দোকানে বসে ছিল, তখনই তার পরিচিত দীপক পাল নামে এক ব্যক্তি ফোন করে তাকে রামগোপাল চক এলাকায় আসতে বলে। দীপক পালের বাড়ি জারাউলি এলাকায়।
সেখানে যাওয়ার পরেই নাবালকের ওপর অত্যাচার শুরু হয়। অভিযুক্তরা কিশোরকে অপহরণ করে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে নির্মমভাবে পেটায়। এখানেই শেষ নয়—অমানবিকভাবে তার মুখে প্রস্রাব ও থুতু ঢেলে দেয় এবং সেগুলো গিলতে বাধ্য করে বলে অভিযোগ। ওই কিশোরকে মারধর করে ৬ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/NZnLvWJcDDAObrD0YAPg.jpg)
এই পাশবিক ঘটনার একটি ভিডিও রেকর্ডও করেছে দুষ্কৃতীরা, যা ইতিমধ্যেই পুলিশের হাতে এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভিডিও ও কিশোরের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ঘটনাটি গুজাইনি থানার অন্তর্গত এবং ইতিমধ্যেই বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নাবালকটির পরিবার এই ঘটনার পর মানসিকভাবে বিধ্বস্ত। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং ভিডিও ফুটেজ খতিয়ে দেখে তাদের চিহ্নিত করার কাজ চলছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us