New Update
/anm-bengali/media/media_files/2024/10/31/RcSpLCgR2VrZENHqECW2.jpeg)
নিজস্ব সংবাদদাতা, হাপুরঃ দীপাবলির দিন এল খুশীর সংবাদ। ফিরে পেলেন হারিয়ে যাওয়া মোবাইল ফোন। সূত্র মারফত জানা গিয়েছে যে, হাপুর শহরের পুলিশ ১৫৫টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন, তাদের উপযুক্ত গ্রাহকদের কাছে ফিরিয়ে দিয়েছে।
সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, উদ্ধার হওয়া মোবাইলের মূল্য প্রায় ৮২ লাখ টাকা। হাপুর শহরের এসপি কুনওয়ার জ্ঞানঞ্জয় সিং জানিয়েছেন যে, '' বিভিন্ন জেলায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারের জন্য, কিউআর কোডের মাধ্যমে অভিযোগ জানানো এবং গ্রাহকদের কাছে তা ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। ''
হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে সাধারণত খুশী গ্রাহকেরা।