/anm-bengali/media/media_files/2025/05/25/PYUtOcbYjJw8GsuQzwu7.png)
নিজস্ব সংবাদদাতা: দিল্লির উত্তর-পশ্চিমের জাহাঙ্গীরপুরীতে সোমবার সন্ধ্যায় রক্ত গড়াল চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে। মাত্র ১৫ বছরের এক কিশোরীকে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করল তারই কথিত প্রেমিক। পুলিশ সূত্রে জানা গেছে, মেয়েটি স্থানীয় বাজারে গিয়েছিল এক বান্ধবীর সঙ্গে, আর সেখানেই ঘটে এই নৃশংস ঘটনা।
সোমবার রাত প্রায় ৮টা ১০ মিনিটের সময়, জাহাঙ্গীরপুরীর ডি ব্লকে ডা. কে কে মহাজনের ক্লিনিকের সামনে দাঁড়িয়েছিল দুই বান্ধবী। হঠাৎ সেখানে এসে হাজির হয় অভিযুক্ত যুবক। কিছুক্ষণের কথোপকথনের পর, রাগে ফুঁসতে ফুঁসতে চার রাউন্ড গুলি চালায় সে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, মুহূর্তে আতঙ্কে চিৎকারে ফেটে পড়ে বাজার এলাকা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/02/13/qx1Ew5zP7ESSqQP67G34.jpg)
গুলি লাগার সঙ্গে সঙ্গে রক্তে ভিজে যায় কিশোরী। দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় বিজেআরএম হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতালে রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, খুনের কারণ এখনো স্পষ্ট নয়, তবে প্রাথমিক অনুমান, ব্যক্তিগত সম্পর্কে বিবাদের জেরেই এই নৃশংস হত্যাকাণ্ড। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে দিল্লি পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us