রামেশ্বরমের পর ফের ধাক্কা! তামিলনাড়ুর আরও ১৪ জন মৎস্যজীবী গ্রেফতার, সীমান্তে বাড়ছে চাপ

মাছ ধরতে গিয়ে আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করার অপরাধে ১৪ জন ভারতীয় মৎস্যজীবীকে আটকে শ্রীলঙ্কার নৌসেনার।

author-image
Tamalika Chakraborty
New Update
fisher men

নিজস্ব সংবাদদাতা: আন্তর্জাতিক সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগে ফের শ্রীলঙ্কা নৌবাহিনীর হাতে গ্রেফতার হলেন ভারতের তামিলনাড়ুর ১৪ জন মৎস্যজীবী। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক সামুদ্রিক সীমারেখা (IMBL) অতিক্রম করার অভিযোগে এই মৎস্যজীবীদের আটক করা হয়েছে। সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে তাঁদের যান্ত্রিক নৌকাগুলিও।

ঘটনার খবর পেতেই দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিন। বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করকে একটি চিঠি লিখে মুখ্যমন্ত্রী কড়া ভাষায় অনুরোধ করেছেন, যেন অবিলম্বে কূটনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে ভারতীয় মৎস্যজীবীদের এবং তাঁদের নৌকাগুলিকে মুক্ত করা যায়।

publive-image

এই ঘটনা এমন সময় ঘটল, যখন ঠিক এক সপ্তাহ আগেই রামেশ্বরমের চারজন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করে শ্রীলঙ্কা। সেদিন রামেশ্বরম ফিশিং পোর্ট থেকে প্রায় ৮৮টি নৌকায় ৪০০ জনের বেশি মৎস্যজীবী সমুদ্রে পাড়ি দিয়েছিলেন। থালাইমান্নার ও ধানুষকোড়ির মাঝে মাছ ধরার সময় এক ভারতীয় নৌকাকে থামিয়ে তাতে থাকা চার মৎস্যজীবীকে ধরে নিয়ে যায় শ্রীলঙ্কা নৌসেনা।

ভারত-শ্রীলঙ্কা সমুদ্রসীমা সংলগ্ন এলাকায় বারবার ভারতীয় মৎস্যজীবীদের গ্রেফতারের ঘটনায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তামিলনাড়ুর মৎস্যজীবীদের মতে, তাঁরা সচেতনভাবেই সীমারেখা মানেন, কিন্তু কোনও পূর্বসতর্কতা ছাড়াই এই ধরনের আচরণ তাঁদের জীবিকাকে অনিশ্চিত করে তুলছে।