১৪ কোশী যাত্রার কি প্রস্তুতি চলছে?

এই কর্মসূচি ধারাবাহিকভাবে চলছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ayodhya4.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের অযোধ্যায় শুরু হয়েছে ১৪ কোশী যাত্রা। সেই প্রসঙ্গে, অযোধ্যা রেঞ্জের আইজি প্রবীণ কুমার এদিন বলেন, “গত রাত ৮টা থেকে এই কর্মসূচি ধারাবাহিকভাবে চলছে। ভক্তদের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আগের বছরের তুলনায়, ভক্তদের সংখ্যা প্রায় দ্বিগুণ। আমরা এখনও ক্যামেরা ব্যবহার করে সংখ্যাটি গণনা করব এবং তারপর চূড়ান্ত পরিসংখ্যান দেব। তবে এটি আগের বছরের তুলনায় অভূতপূর্ব বৃদ্ধি”।