খেলতে গিয়ে আর ফেরা হল না… পুনেতে লেপার্ডের হামলায় মৃত কিশোর, বন দফতরের অফিসে আগুন

পুনের শিরুরে চিতার হামলায় ১৩ বছরের কিশোর নিহত। বন দফতরের অবহেলার অভিযোগে গ্রামবাসীদের বিক্ষোভ, অফিসে আগুন, হাইওয়ে অবরোধ। তদন্তে পুলিশ ও বনকর্মীরা।

author-image
Tamalika Chakraborty
New Update
royal-bengal-tiger-joynagar_480x480

নিজস্ব সংবাদদাতা: পুনের শিরুরে রবিবার ঘটল মর্মান্তিক ঘটনা। খেলতে বেরিয়ে আর বাড়ি ফেরা হল না ১৩ বছরের এক কিশোরের। ঘন ঝোপের আড়াল থেকে হঠাৎ ঝাঁপিয়ে পড়ল একটি লেপার্ড। মুহূর্তের মধ্যে জীবন শেষ ছোট্ট ছেলের। চোখের সামনে এই দৃশ্য দেখে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় গ্রামবাসীরা। অভিযোগ, বহুদিন ধরেই এলাকায় লেপার্ড আনাগোনা দেখা যাচ্ছিল, তা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেয়নি বন দফতর। আর এই অবহেলার ফলেই প্রাণ গেল একটি শিশুর।

ঘটনার পরই উত্তাল হয়ে ওঠে গ্রাম। গ্রামবাসীরা বিক্ষোভে ফেটে পড়ে বন দফতরের অফিসে আগুন ধরিয়ে দেয় এবং বেশ কয়েকটি সরকারি গাড়ি পুড়িয়ে দেয়। শুধু তাই নয়, মৃত ছেলেটির দেহ বাড়ির সামনে রেখে রাস্তায় শুয়ে পড়েন গ্রামের মানুষ, দাবি তোলেন—বনমন্ত্রী বা জেলা কালেক্টার না আসা পর্যন্ত শেষকৃত্য হবে না। ক্ষোভে ও বেদনায় আতঙ্কিত হয়ে পড়ে গোটা এলাকা।

TGR4HW

বিক্ষোভকারীরা ভেলে, জেজুরি ও অষ্টবিনায়ক হাইওয়ে অবরোধ করে রাখেন ঘণ্টার পর ঘণ্টা। জাতীয় সড়কে দীর্ঘ যানজট। স্থানীয় পুলিশ ও প্রশাসন বারবার শান্ত করার চেষ্টা করলেও আবেগের ঢেউ ছিল তুঙ্গে। তাদের অভিযোগ, বন দফতরের কাছে আগেই জানানো হয়েছিল এলাকায় লেপার্ডের উপদ্রব বাড়ছে। কিন্তু নজরদারির ব্যবস্থা করা তো দূরের কথা, একটি খাঁচা পর্যন্ত বসানো হয়নি।

এদিকে বন দফতর ও পুলিশ এখন লেপার্ডটিকে খুঁজে বের করতে তল্লাশি অভিযানে নেমেছে। এলাকাবাসীর আতঙ্ক এখনও কাটেনি। মৃত শিশুর পরিবার ভেঙে পড়েছে শোকে। শান্ত গ্রাম আজ ভয়, কান্না আর ক্রোধে শিহরিত।