পড়ুয়াদের জন্য ১২% GST! ভবিষ্যৎ ধ্বংস, মোদী সরকারকে কটাক্ষ TMC-র

হোস্টেল, পিজিতে থাকলে এবার ১২% জিএসটি দিতে হবে, সিদ্ধান্ত কেন্দ্র সরকারের। এর ফলে পড়ুয়াদের খরচ যে বাড়ছে আরও সেটা আর বলার অপেক্ষা রাখে না। এই নিয়ে পাল্টা সরকারকে আক্রমণ করল তৃণমূল।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
modi mamata

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: হোস্টেলে এবং পেয়িং গেস্ট হিসেবে থাকার জন্য এবার আবার খরচ বাড়তে চলেছে ছাত্র-ছাত্রীদের। অথরিটি ফর অ্যাডভান্স রুলিং-এর তরফে জানানো হয়েছে যে এবার থেকে হোস্টেল এবং পিজিতে ভাড়ার উপর ১২% জিএসটি আরোপিত হতে চলেছে। যেহেতু হোস্টেল এবং পিজিগুলি আবাসিক ইউনিট হিসেবে পরিগণিত হয় না, তাই সেগুলি কর ছাড়ের জন্য যোগ্য হিসেবে বিবেচনার যোগ্য নয় বলে জানিয়েছে অথরিটি ফর অ্যাডভান্স রুলিং।

সম্প্রতি যে সমস্ত হোস্টেল এবং গেস্ট হাউসের ক্ষেত্রে দিন প্রতি ভাড়া ১০০০ টাকা, সেগুলির উপর জিএসটি ছাড় তুলে নেয় সরকার। ২০২২ সালের ১৭ জুলাই পর্যন্ত এগুলির উপর জিএসটি-তে ছাড় দেওয়া হয়েছিল। বর্তমানে হোস্টেল, পিজি এবং গেস্ট হাউসের ক্ষেত্রে আর জিএসটিতে ছাড় পাবে না পড়ুয়ারা। ভাড়ার উপর অতিরিক্ত ১২% জিএসটি দিতে হবে তাদের। শুধুমাত্র নতুন ভাড়ার উপর নয়, উপরে উল্লিখিত তারিখের পর থেকে এখনও পর্যন্ত যে ভাড়া পরিশোধ করা হয়েছে, তার সঙ্গেও যোগ হবে ১২% জিএসটি। তার ফলে হোস্টেলের চাহিদা কমতে পারে এবং লাভ কমার ফলে হোস্টেল ব্যবসায় খারাপ প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। এএআর আরও জানিয়েছে যে ওয়াশিং মেশিন, টিভি,এসি ইত্যাদি থাকলে সেগুলির জন্য আলাদাভাবে কর ধার্য করা হবে। অর্থাত্‍, যদি কোনও হোস্টেল এই সুবিধাগুলি প্রদান করে পড়ুয়াদের, তাহলে ভাড়ার উপর ১২ শতাংশ হারে জিএসটি আরোপের পাশাপাশি এই পরিষেবাগুলির জন্য আলাদা করে জিএসটি দিতে হবে।

কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করছে তৃণমূল। টুইটারে সরাসরি বিজেপিকে উল্লেখ করে তৃণমূল লেখে যে 'আমাদের শিক্ষার্থীদের প্রতি বিজেপির অবহেলা ভয়ঙ্কর। তারা নির্লজ্জভাবে পড়ুয়াদের ইতিমধ্যে বোঝা চাপানো কাঁধে আরো বোঝা চাপিয়ে দিচ্ছে। হোস্টেল এবং পিজির ভাড়ার উপর ১২% জিএসটি চাপিয়ে দেওয়া পড়ুয়া এবং তাদের পরিবারকে মারাত্মকভাবে প্রভাবিত করবে। আগে ১০০০ টাকা/দিন পর্যন্ত থাকার ব্যবস্থায় ছাড় দেওয়া হয়েছিল। কিন্তু এখন রিভার্স চার্জ GST প্রযোজ্য'। মোদীকে আক্রমণ করে তৃণমূল লেখে, 'তথাকথিত ভবিষ্যৎ যা নিয়ে আপনি আমাদের ছাত্র-ছাত্রীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন তা এখন একটি হতাশাজনক পতন ছাড়া আর কিছুই নয়'।