/anm-bengali/media/media_files/kHo5PH6PA8KX0vth3IZn.jpg)
নিজস্ব সংবাদদাতা: নতুন সংসদ ভবন উদ্বোধন নিয়ে এবার কড়া মন্তব্য করলেন কংগ্রেস নেতা শশী থারুর। নতুন সংসদ ভবন উদ্বোধন নিয়ে বিতর্ক চলছে। নতুন সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত না থাকার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আহ্বান না জানানোয় নিন্দা প্রকাশ করেছে কংগ্রেস। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পরিবর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন সংসদ ভবন উদ্বোধনকে স্বৈরাচারিতা বলে কংগ্রেসের তরফে জানানো হয়েছে। সংসদ ভবনের উদ্বোধন নিয়ে শশী থারুর বলেছেন, "রাষ্ট্রপতিকে সংসদের উদ্বোধন করা থেকে বাদ দেওয়া অত্যন্ত অবিবেচক কাজ হবে। কারণ আমরা সম্ভবত আগামী ১০০ বছরের জন্য এই ভবনটি তৈরি করছি"।
#WATCH | "It would be extremely unwise for the President to be left out of inaugurating the Parliament that maybe we are building for the next 100 years," says Congress MP Shashi Tharoor on Opposition parties boycotting the inauguration of the new Parliament pic.twitter.com/HEYYuNUOfc
— ANI (@ANI) May 25, 2023