কর্ণাটকের মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে অসুস্থ ১০ জন ! ভিড় ও দেরিতে খাবার দেওয়াই কারণ

কেন অসুস্থ হলেন এতজন ?

author-image
Debjit Biswas
New Update
siddaramaiah.jpeg

নিজস্ব সংবাদদাতা :  কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার উপস্থিতিতে আজ (সোমবার, অক্টোবর ২০, ২০২৫) দক্ষিণ কন্নড় জেলার পুট্টুরে একটি অনুষ্ঠানে ভিড়ের কারণে এবং সময়মতো খাবার না পাওয়ায় কমপক্ষে ১০ জন অসুস্থ হয়ে পড়েন। 

ঘটনার পর অসুস্থদের দ্রুত পুট্টুরের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল প্রাঙ্গণের দৃশ্য থেকে বোঝা যায়, এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট উদ্বেগ সৃষ্টি হয়।

Police

দক্ষিণ কন্নড় জেলা পুলিশ একটি বিবৃতি দিয়ে অসুস্থতার কারণ ব্যাখ্যা করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়:

 "খাবার ও উপহার সামগ্রী প্রদানে বিলম্বের কারণেই হাইপোগ্লাইসেমিয়া (রক্তে শর্করা কমে যাওয়া) বা ডিহাইড্রেশন (জলশূন্যতা) দেখা দিয়েছিল। অসুস্থদের মধ্যে তিনজন মহিলাকে আইভি ফ্লুইড (শিরাপথে স্যালাইন) দেওয়া হয়েছে।  এছাড়া, সাতজন মহিলাকে বহির্বিভাগে চিকিৎসা (Outpatient Treatment) দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।''