/anm-bengali/media/media_files/2025/08/13/road-accident-a-2025-08-13-08-42-07.jpg)
নিজস্ব সংবাদদাতা: রাজস্থানের দৌসা জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বুধবার ভোরে ১০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে সাতজন শিশু ও তিনজন নারী। দুর্ঘটনাটি ঘটে ভোর প্রায় ৩টা ৩০ মিনিটে, যখন খাটুশ্যামজি মন্দির দর্শন শেষে ভক্তরা একটি পিকআপ ভ্যানে করে বাড়ি ফিরছিলেন।
পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, ভক্তবাহী পিকআপ ভ্যানটি রাস্তার ধারে দাঁড়ানো একটি ট্রেলার ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয়। মৃতদের অধিকাংশই উত্তরপ্রদেশের ইটাওয়া জেলার বাসিন্দা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
দৌসার জেলা কালেক্টর দেবেন্দ্র কুমার যাদব জানান, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ১০ জন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। আহতদের মধ্যে ৯ জনকে অন্যত্র বড় হাসপাতালে রেফার করা হয়েছে এবং ৩ জন দৌসা জেলা হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর পুলিশ ও স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us