খাটুশ্যামজি দর্শন শেষে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা—৭ শিশু সহ ১০ ভক্তের মর্মান্তিক মৃত্যু!

রাজস্থানে ভয়াবহ দুর্ঘটনায় সাত শিশু সহ ১০ জনের মৃত্যু হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
road accident a


নিজস্ব সংবাদদাতা: রাজস্থানের দৌসা জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বুধবার ভোরে ১০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে সাতজন শিশু ও তিনজন নারী। দুর্ঘটনাটি ঘটে ভোর প্রায় ৩টা ৩০ মিনিটে, যখন খাটুশ্যামজি মন্দির দর্শন শেষে ভক্তরা একটি পিকআপ ভ্যানে করে বাড়ি ফিরছিলেন।

পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, ভক্তবাহী পিকআপ ভ্যানটি রাস্তার ধারে দাঁড়ানো একটি ট্রেলার ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয়। মৃতদের অধিকাংশই উত্তরপ্রদেশের ইটাওয়া জেলার বাসিন্দা।

dead

দৌসার জেলা কালেক্টর দেবেন্দ্র কুমার যাদব জানান, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ১০ জন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। আহতদের মধ্যে ৯ জনকে অন্যত্র বড় হাসপাতালে রেফার করা হয়েছে এবং ৩ জন দৌসা জেলা হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর পুলিশ ও স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।