BREAKING: আবার উত্তপ্ত উপত্যকা! আরো এক জঙ্গি শেষ

এবার কোথায় চলছে তল্লাশি?

author-image
Anusmita Bhattacharya
New Update
Kashmir

নিজস্ব সংবাদদাতা: পুলওয়ামার ত্রালে সেনা-জঙ্গি এনকাউন্টার শুরু হয়েছে সকাল থেকে। জানা গেছে যে নিকেশ হয়েছে এক জঙ্গি। 

অবন্তিপোরার নাদের এলাকায় ৪ জঙ্গির লুকিয়ে থাকার খবর পাওয়া যায়। তল্লাশি অভিযান শুরু করতেই নিরাপত্তা বাহিনীর সঙ্গে শুরু হয় গুলির লড়াই। নিরাপত্তার বাহিনীর গুলিতে এক জঙ্গি প্রাণ হারায়।

terrorism