/anm-bengali/media/media_files/2025/11/16/up-mine-collapsq-2025-11-16-22-06-38.png)
নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার একটি পাথর খাদের ভয়াবহ ধসে টানা ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে চলছে উদ্ধার অভিযান। বিশাল পাথরের বোল্ডারের নিচে চাপা পড়ে অন্তত একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, আরও প্রায় ১৫ জন শ্রমিক ওই ধসের নিচে আটকে থাকতে পারেন।
শনিবার বিকেলে হঠাৎই খননের মাঝখানে কয়েক মিটার লম্বা বিশাল পাথরের চাঁই নীচে নেমে আসে। রাতভর এবং রবিবার দিনভর এনডিআরএফ, এসডিআরএফ, স্থানীয় পুলিশ ও জেলা প্রশাসনের দল ঘটনাস্থলে তৎপর থাকে। কিন্তু দুর্বল, অস্থিতিশীল মাটি আর বিশাল বোল্ডারের কারণে উদ্ধারকাজ বারবার বাধার মুখে পড়ছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/16/up-mine-2025-11-16-22-07-51.png)
ঘটনাস্থলে থাকা প্রযুক্তিগত কর্মীরা জানিয়েছেন, ধসে পড়া পাথরের টুকরোটি প্রায় ৬ মিটার লম্বা এবং ৪ মিটার চওড়া। এত বড় পাথর সরাতে একসঙ্গে ভারী যন্ত্র নামানো বিপজ্জনক, কারণ তাতে নতুন করে ধস নামার আশঙ্কা রয়েছে। তাই ধাপে ধাপে, অত্যন্ত সতর্কতার সঙ্গে পাথর ভাঙার কাজ চলছে।
রবিবার সকালে একজন শ্রমিকের দেহ উদ্ধার করা হলেও বাকিদের কোনও খোঁজ পাওয়া যায়নি। পরিবারগুলি ঘটনাস্থলের কাছে বারবার ভিড় করছেন— প্রত্যেকে প্রার্থনা করছেন যেন তাঁদের মানুষটিকে জীবিত পাওয়া যায়। উদ্ধারকর্মীদের মতে, সবচেয়ে বড় বাধা সময়। ১৫ জন শ্রমিক এখনও ভিতরে আটকে থাকলে তাঁদের কাছে পৌঁছতে আরও ঘণ্টার পর ঘণ্টা লাগবে। পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us