নিজস্ব সংবাদদাতা:বিহারের পূর্ণিয়ার স্বাধীন সাংসদ পাপ্পু যাদব ফের রাজনৈতিক মহলে আলোড়ন তুললেন। মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী প্রার্থীর প্রশ্নে সরাসরি জানালেন— “এখন মুখ নয়, দরকার নেতৃত্বের ঐক্য। জনগণ ইন্ডিয়া জোটের পাশে দাঁড়াতে তৈরি। তারা চায় নতুন সরকার, নতুন দিশা।”
পাপ্পু যাদব বলেন, “আজ দেশের মানুষ ইন্ডিয়া জোটকে ভোট দিতে উদগ্রীব। আমরা রাহুল গান্ধীর নেতৃত্বে লড়ব। উনি আমাদের সবচেয়ে বড় আদর্শিক নেতা। তাঁর নেতৃত্বে আমরা যখন ভোটে নামব, তখন পিছিয়ে পড়া সমাজ, তফসিলি জাতি ও উপজাতি— সকলেই আমাদের পাশে থাকবে।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/28/RmWG8HNkJ7YZESvjMw9t.jpg)
তিনি আরও যোগ করেন, “নির্বাচনের আগে কোনও মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা ইন্ডিয়া জোটের পক্ষে ঠিক হবে না। নির্বাচনের পর জনগণের ম্যান্ডেট অনুযায়ী যে কাউকে মুখ্যমন্ত্রী করা যেতে পারে। কিন্তু ভোটের আগে রাহুল গান্ধীকেই সামনে আনতে হবে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পাপ্পু যাদবের এই মন্তব্য স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে— বিহারে বিরোধী জোটের ভেতরে মুখ্যমন্ত্রী পদ নিয়ে যে দ্বন্দ্ব চলছে, তা এখনও মেটেনি। তবে তাঁর এই বার্তা রাহুল গান্ধীকে কেন্দ্র করে ইন্ডিয়া জোটের ভোট কৌশলকে নতুন দিক দিতে পারে।
দেশের রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, আগামী নির্বাচনে বিহার হতে পারে বিরোধী ঐক্যের পরীক্ষাক্ষেত্র। আর পাপ্পু যাদবের মতো মাটির রাজনীতিবিদের বার্তা সেখানে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us