নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাম এলাকায় ভূমিধসের ঘটনায় কমপক্ষে তিনজন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
/anm-bengali/media/media_files/2025/03/13/UsvIFnxyKjYw16HeQBtY.PNG)
একজন কর্মকর্তা জানিয়েছেন, আজ বিকেলে পহেলগামের সুমো স্ট্যান্ডের কাছে ভূমিধস হয়েছে। তিনি বলেন, এই ঘটনায় তিনজন আহত হয়েছেন এবং তাদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, সেখান থেকে তাদের জিএমসি অনন্তনাগ-(কেএনও) রেফার করা হয়েছে।