স্বাধীনতা দিবস: প্রতিটি গ্রামে নির্মিত হবে যুদ্ধ স্মৃতিসৌধ "শিলাফলকাম"

২০২৩ সালের স্বাধীনতা দিবসকে পাখির চোখ করে বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। লক্ষ লক্ষ গ্রাম পঞ্চায়েতে বিশেষ শিলালিপি স্থাপন করা হবে। এই প্রচারাভিযানের আওতায় সারা দেশে অমৃত কালাশ যাত্রার আয়োজন করা হবে।

author-image
SWETA MITRA
আপডেট করা হয়েছে
New Update
amrit kalas.jpg

নিজস্ব সংবাদদাতাঃ স্বাধীনতাদিবসেরআগেইদেশেরশহীদদেরসম্মানে 'মেরিমাটি, মেরাদেশ' ক্যাম্পেইনশুরুকরাহবে।শহীদবীরদেরসম্মানজানাতেএইঅভিযানশুরুকরাহবে।যাঁরাদেশেরজন্যজীবনউৎসর্গকরেছেনতাঁদেরস্মরণেসারাদেশেঅনুষ্ঠানেরআয়োজনকরাহবেএবংলক্ষলক্ষগ্রামপঞ্চায়েতেবিশেষশিলালিপিস্থাপনকরাহবে।এইপ্রচারা ভিযানেরআওতায়সারাদেশেঅমৃতকালাশযাত্রারআয়োজনকরাহবে।দেশেরপ্রতিটিগ্রামথেকেসাড়েসাতহাজারকলশেমাটিনিয়েএই 'অমৃতকালাশযাত্রা' দেশেররাজধানীদিল্লিতেপৌঁছাবে।এইযাত্রায়দেশেরবিভিন্নপ্রান্তথেকেগাছপালাওআনাহবে।জাতীয়যুদ্ধস্মৃতিসৌধেরকাছেমাটিগাছপালাদিয়ে 'অমৃতভাটিকা' নির্মাণকরাহবে। 'মেরিমাটি, মেরাদেশ' অভিযানেরআওতায়দিল্লিতেঅমৃতউদ্যাননির্মাণকরাহবেএবংপ্রতিটিগ্রামেএকটিকরেযুদ্ধস্মৃতিসৌধনির্মাণকরাহবে, যারনামহবে 'শিলাফলকাম'প্রতিটিগ্রামেএকটিকরেবৃক্ষবাগানগড়েতোলাহবে।আগামীথেকে৩০আগস্টপর্যন্তচলবেএইপ্রোগ্রাম।