ব্রেকিং নিউজ

নিজস্ব সংবাদদাতাঃ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত ছয় মাসে ইউক্রেন সংঘাতে নির্যাতন, ধর্ষণ এবং নির্বিচারে আটকের ঘটনাসহ হাজার হাজার বেসামরিক হতাহতের ঘটনাকে তালিকাভুক্ত করেছে। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ান ফেডারেশনের চলমান সশস্ত্র হামলার ফলে দেশজুড়ে মানবাধিকারের পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে।

নিজস্ব সংবাদদাতা: অনলাইন প্রতারণার ফাঁদে পড়লেন হালিশহরের ঈশ্বরীনগর রোড এলাকার শুভেন্দু মুখোটী। জানা গিয়েছে, লোন নেওয়ার জন্য একটি অনলাইন অ্যাপ ডাউনলোড করেছিলেন। সেখানে আপলোড করেছিলেন নিজের নথি। এরপরেই ঘটে বিপত্তি। নিজের লোনের টাকা পাওয়ার পাশাপাশি অন্যান্য অ্যাকাউন্ট থেকে তার কাছে হাজার হাজার টাকা আসতে শুরু করে বলে অভিযোগ। শুভেন্দু সেই টাকা ফেরত পাঠালেও চলতে থাকে ব্ল্যাকমেল।

নিজস্ব সংবাদদাতাঃ শারীরিক সম্পর্ক নিয়ে নানা মুনির নানা মত। কারুর কারুর আবার এসব শুনতে গিয়ে আসল সঙ্গমের জীবনটাই খারাপ হয়ে যায়। তাই আজ এমন টিপস দিলাম যেটায় বিছানার কাজ করতে করতেই উত্তেজনা দ্বিগুণ করতে পারেন। ঘনিষ্ঠ মুহূর্তে সঙ্গীর কানে কানে কিছু বিশেষ কথা আরো রসালো করতে পারে এই সময়টা। তাকে খুব সুন্দর লাগছে বা তাকে আজ অন্যরকম লাগছে দেখতে এমন বলুন। দেখবেন লজ্জায় লাল হয়ে যাবে সঙ্গী।

নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার ফিরোজপুর-ফাজিলকা সড়কে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিন শিক্ষকসহ চারজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। খাই ফেমে কি গ্রামের কাছে জালালাবাদ দিক থেকে আসা একটি মাল্টি-ইউটিলিটি ভেহিকেলের (এমইউভি) সঙ্গে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার সময় এমইউভিতে ১৪ জন আরোহী ছিলেন বলে পুলিশ জানিয়েছে। তবে কি করে এই দুর্ঘটনা ঘটলো তা এখনও পর্যন্ত জানা যায়নি।

নিজস্ব সংবাদদাতা: খারিজ হয়ে গিয়েছে রাহুল গান্ধীর সাংসদ পদ। এই ঘটনায় উত্তাল রাজনৈতিকমহল। এরই মধ্যে কংগ্রেস শিবিরে আরও এক খারাপ খবর। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের জেলাতেই হারল কংগ্রেস। কালবুর্গিতে মেয়র নির্বাচনে পরাজিত কংগ্রেস। কালবুর্গির মেয়র হয়েছেন বিজেপি নেতা বিশাল দারগি।

কলকাতা

জেনারেল