নিউমোনিয়ার সংক্রমণ বাড়তে শুরু করলে জ্বরও বাড়তে থাকে। দৈহিক তাপমাত্রা কার্যত লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পায়। ১০৩ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর উঠতে পারে।

শুকনো কাশি থেকে শুরু হতে পারে মারাত্মক কাশি। হলুদ, সবুজ রঙের কফ বেরোতে পারে। কাশির সঙ্গে রক্তও পড়তে পারে। এই সমস্ত লক্ষণ দেখলে বোঝাই যাবে যে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন এবং অবিলম্বে সঠিক চিকিৎসার প্রয়োজন। শুরুতেই সঠিক চিকিৎসা না হলে জটিলতা বাড়তে পারে।

অনেক সময় উল্লিখিত লক্ষণগুলির সঙ্গে দেখা দিতে পারে বুকে ব্যথার সমস্যা। এই লক্ষণ উদ্বেগের কারণ। অনেকে ভাবতেই পারেন হয়তো নিঃশ্বাস নিতে সমস্যা হওয়ার দরুণ বুকে ব্যথা অনুভব করছেন, তবে এই ধারণা ঠিক নয়। এক্ষেত্রে বুকে ব্যথার কারণ কফ জমে যাওয়ার পরিমাণ বৃদ্ধি পাওয়া। তীব্র ব্যথা অনুভূত হতে পারে বুকে। আপনি যত জোরে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করবেন বুকে যন্ত্রণা ততটাই বৃদ্ধি পাবে।