দোকান থেকে ঠান্ডা পানীয়ের ক্যান বা কোনও এনার্জি ড্রিঙ্কের ক্যান কিনেই কী সঙ্গে সঙ্গে তাতে চুমুক দেন ? তাহলে সাবধান । ক্যান থেকে সরাসরি চুমুক দিয়ে যে কোনও পানীয় খেতে নিষেধ করছেন পুষ্টিবিদ সিমরুন চোপড়া । তিনি জানাচ্ছেন, এমন অভ্যাস শরীরের জন্য ক্ষতিকর । স্বাস্থ্যের জন্য একেবারেই ভাল নয় ।