রোজ ফেস ম্যাসাজ করলে স্ট্রেস কমা। মানসিক চাপ দূর হয়। যাদের প্রচুর কাজের চাপে থাকেন তাদের অবশ্যই ফেস ম্যাসজ করা উচিত।

ফেস ম্যাসাজ করলে রক্ত চলাচল স্বাভাবিক হয়। এবং রক্তচাপ স্বভাবিক থাকে। মাথা যন্ত্রণা থেকে আরাম পাওয়া যায়।

ফেস ম্যাসাজ করলে স্কিন টোন ভাল থাকে। এবং কোলাজেন প্রোডাক্শনে সাহায্য করে। এ ছাড়াও ত্বকের রঙ পরিষ্কার করতে সাহায্য করে।

যাদের সাইনাসে সমস্যা থাকে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেস ম্যাসাজ। মাইগ্রেনের সমস্যা মেটাতেও সাহায্য করে।