বুঝিয়ে বললেই মিলবে চকলেট খাওয়া থেকে অব্যাহতি

একদম ছোট বয়স থেকেই সন্তানকে চকোলেট খেতে বারণ করতে হবে। এমনকী চকোলেটের ক্ষতিকর দিকগুলি সম্পর্কে তাকে বোঝাতে হবে। হযতো একবার বলার পর সে আপনার কথা শুনবে না, বুঝবে না। আবার বায়না ধরবে। তবে ঠিকমতো বুঝিয়ে বললে সে নিশ্চয়ই একদিন বুঝবে।

বাড়িতে সুগার ফ্রি মিষ্টি বানিয়ে খাওয়ান​

সন্তান চকোলেট খাওয়ার জন্য বায়না করলে তাকে বাড়িতে বানানো সুগার ফ্রি সন্দেশ খাওয়ান। এই মিষ্টি খেলেই তার মন খুশ হয়ে যাবে। সে অচিরেই চকোলেটের মায়া ত্যাগ করবে।

বিশেষজ্ঞের পরামর্শ নিতে ভুলবেন না যেন​

অনেক সময় শত চেষ্টা করার পরও সন্তানের মন থেকে আপনি চকোলেটের ভূত নামাতে পারবেন না। তাই এমন পরিস্থিতিতে যত শীঘ্র সম্ভব একজন বিশেষজ্ঞ মনোবিদের পরামর্শ নিন। তিনিই আপনার শিশুর মানসিক অবস্থা যাচাই করে সঠিক রাস্তা দেখাতে পারবেন। তাই সমস্যা ফেলে না রেখে গোড়াতেই ব্যবস্থা নিন। তাহলেই কাটবে অ্যাডিকশন।