শরীর খারাপ হওয়া থেকে কীভাবে বাঁচবেন?
বর্ষা এসে গিয়েছে দেশে। আর বর্ষা আসা মানেই একাধিক রোগের ঝুঁকি। এই বর্ষা এবং আর্দ্র আবহাওয়া অনেক ধরণের ভাইরাস এবং ব্যাকটেরিয়ার বৃদ্ধির জন্য সবচেয়ে উপযুক্ত। মানুষের শরীরও খারাপ হয়। এহেন অবস্থায় ইম্যুনিটি বুস্ট করতে কী কী জরুরি?