গাঢ় রঙের পোশাক

গাঢ় রঙের পোশাক পরলে রোগা লাগবে। কালো, নীল, মেরুন, বটল গ্রিন রঙের পোশাকগুলি বাছাই করবেন। সাদা, ঘিয়ে, ধূসর রঙের শার্ট কিংবা টিশার্ট আর নয়।

নিজের মাপের পোশাক

চেহারা ভারী হলে নিজের মাপের পোশাক পরুন। খুব বেশি চাপা পোশাক পরলে মোটা দেখাবে। তাই এক সাইজ বড় পোশাক কিনে নিজের মাপ অনুযায়ী সেলাই করে নিন। হাই ওয়েস্ট জিন্‌স কিংবা সাধারণ কোমরের জিন্‌স কিনবেন।

লম্বালম্বি স্ট্রাইপের পোশাক

লম্বালম্বি স্ট্রাইপের পোশাকে কিন্তু রোগা দেখতে লাগে। তাই শার্ট, টি-শার্ট বাছাই করার ক্ষেত্রে লম্বালম্বি স্ট্রাইপযুক্ত পোশাককেই বেছে নিন। খুব বড় মোটিফ কিংবা চেক আছে, এমন শার্ট-টিশার্ট না পরাই ভাল।