বিশেষ মাজন

দাঁতের এই ধরণের অসুবিধা দূর করতে ঔষধালয়ে বিশেষ ধরণের মাজন পাওয়া যায়। যাকে ডিসেনসিটাইজিং টুথপেস্ট বলে।

নুন জল

নুন প্রদাহ কমাতে সাহায্য করে। জমতে দেয় না ব্যাক্টেরিয়াও। রোজ গরম জলে নুন দিয়ে কুলকুচি করলে দাঁতের শিরশিরানি কমে।

হলুদ

এক টেবিল চামচ হলুদ, আধা চামচ সর্ষের তেল ও আধা চামচ লবণ একসঙ্গে মিশিয়ে সেই মিশ্রণ দাঁতে লাগালে কমতে পারে দাঁত শিরশির করার সমস্যা।