সরকারি তথ্য বলছে, ২০২১ সাল পর্যন্ত দেশে এইচআইভি আক্রান্ত মানুষের সংখ্যা আনুমানিক ২৪ লাখ । দক্ষিণের রাজ্যগুলিতে সবচেয়ে বেশি সংখ্যক আক্রান্ত রয়েছে। শীর্ষ তিনে রয়েছে মহারাষ্ট্র,অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক। ভারতে ২০২১ সালেই নতুন করে সংক্রমিত হয়েছেন আনুমানিক ৬৭ হাজারের কাছাকাছি।

AIDS সেই অর্থে HIV infection এর লেট স্টেজ, যে সময় শরীরের রোগ প্রতিরোধক্ষমতা একেবারে ভেঙে পড় । তবে HIV আক্রান্ত হয়ে নিয়মিত চিকিৎসা করালে AIDS হয় না। তবে তার জন্য খুবই সচেতন হতে হবে আর খুব প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় হতে হবে।

১৯৮৮ সালে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO র তরফে ১ ডিসেম্বরকে বিশ্ব এইডস দিবস হিসাবে ঘোষণা করে। এই দিনে সারা বিশ্বের মানুষের এই রোগের বিরুদ্ধে যুদ্ধে একত্রিত হওয়ার বার্তা প্রদান করা হয়। এই রোগে আক্রান্তদের পাশে থাকার ভাবনাই তুলে ধরা হয় ১ ডিসেম্বর।