দিন দিন বেড়েই চলেছে পরিবেশ দূষণ। মানুষকে বাড়ি থেকে বেরোতে বারণ করা হচ্ছে। স্মার্টফোনটি খুললেই চোখের সামনে ভেসে উঠছে একাধিক সমস্যার খবর। দূষণের মারাত্মক কারণে আমাদের দেশে অ্যালার্জি, অ্যাজমা এবং কানে শুনতে না পাওয়ার সমস্যা অনেক বেড়ে গিয়েছে।

অন্যান্য নাক কান গলার সমস্যা তো আছেই। আজকের উন্নত চিকিৎসা বিজ্ঞানে নাক কান গলার নানার রোগের সমস্যার সমাধানও রয়েছে। তাই বাড়ছে হেড অ্যান্ড নেক, ল্যারিঙ্গস ও ভোকাল কর্ডের ক্যানসারও। সমস্যার সমাধান করতে ভিড় বাড়ছে হাসপাতালের আউটডোর আর ইএনটি ক্লিনিকগুলিতে।

আমাদের দেশের আবহাওয়া, মানুষের শারীরিক গঠন, রীতিনীতি সবকিছুই পাশ্চাত্যের থেকে অনেকটাই আলাদা। তাই চিকিৎসা বিজ্ঞানের সব শাখাতেই ভারতীয়দের জন্য একটি গাইড লাইন থাকা জরুরি। এর পাশাপাশি নাক কান গলা শাখার চিকিৎসা সংক্রান্ত স্থানীয় ও জাতীয় পর্যায়ে তথ্য সংগ্রহের কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।