বালাসন

এই যোগাসন শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। মস্তিষ্ককে শীতল করে। মস্তিষ্কেও রক্ত সঞ্চালন বাড়ায়। মনের ওপর স্ট্রেস কমায় এই আসন।

সেতুবন্ধাসন

মেরুদণ্ডে রক্ত সরবরাহ বৃদ্ধি পায় নিয়মিত ভাবে সেতুবন্ধাসন অভ্যাস করলে। মনঃসংযোগের ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এই আসন।

সলম্ব শীর্ষাসন

এই আসন নিয়মিত অভ্যাস করলে তা মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ায়। এর ফলে মনঃসংযোগ বাড়ে ও শরীরের ক্লান্তি কমে।