নাক দিয়ে জল পড়াটা কোনও অসুখ নয়, অসুখের লক্ষণ মাত্র। এবার নানা কারণে নাক দিয়ে জল, জলের মতো তরল বের হতে পারে।

নাকের ঠিক উপরেই থাকে ব্রেন, যা ভাসে এই ফ্লুইডের উপর। সেটিই হল Cerebrospinal Fluid। বলে। এবার নাকের ছাদ ও ব্রেনের মেঝে হল একটি পার্টিশন। তাতে কোনও কোনও উইক স্পট থাকে। সেখানে যদি কোনও ফাটল তৈরি হয়, তাহলে সেখান দিয়ে ওই ফ্লুইড লিক করে নাক দিয়ে বেরোতে থাকে।

নাকের ছাদ বাইরে থেকে আসা ধুলো-বালি থেকে রোগজীবাণুকে মস্তিষ্কে পৌঁছতে দেয় না। ঢালের মতো রুখে দেয়। এবার এই ঢালেই যদি ফাটল থাকে, আর তার কোনও চিকিৎসা না হয়, তাহলে সেখান দিয়ে কঠিন অসুখের জীবাণু পৌঁছে যেতে পারে সরাসরি মস্তিষ্কে। আর তা থেকে ভয়ানক অসুখ করতে পারে। যেমন মেনিনজাইটিস। আর এই অসুখ যে মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে