মায়ের আরাধনায় 'বৈষ্ণব রীতি'র প্রচলন বসাক বাড়িতে

আর মাত্র কটা দিন পরেই শুরু হতে চলেছে বাঙালির মনের প্রাণের উৎসব দুর্গোৎসব। এর মধ্যেই প্রায় সব মণ্ডপের সজ্জাই শেষের দিকে। আর মাত্র কটা দিনের অপেক্ষা।

author-image
Adrita
New Update
basa

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃদুর্গাপুজো বলতেই মফস্বলের বাঙালি আকৃষ্ট হয় কলকাতার পুজো গুলোর প্রতি। বিশেষত বিগত কিছু বছরে থিমের পুজো বিশেষ ভাবে জায়গা করে নিয়েছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে। পঞ্চমী থেকে কলকাতার বিখ্যাত পুজোগুলি দেখতে রাস্তায় ঢল নামে মানুষের। কিন্তু আমাদের বাংলার গ্রামগুলির আনাচে কানাচে ছড়িয়ে আছে কত বিখ্যাত, পরিচিত, অপরিচিত পুজো। বিচিত্র তাদের নিয়ম, রীতি। তেমনই এক পুজো বীরভূমের সিউড়ির বসাক বাড়ির। যদিও এই পুজোর সূত্রপাত ওপার বাংলায়। বৈষ্ণব মতে বাংলাদেশের ঢাকার ধামরাই গ্রামে শুরু হয়ে ছিল বসাক বাড়ির পুজো। এই পরিবার বাংলাদেশ থেকে সিউড়িতে এসে বসবাস শুরু করলে এখানেই শুরু করেন দুর্গাপুজো। বৈষ্ণব মতেই শুরু হয় মায়ের আরাধনা। বজায় থাকে সাবেক পুজোর ঐতিহ্য। 

 বৈষ্ণব মতে পুজো হওয়ায় পঞ্চমী থেকে দশমী বসাক বাড়িতে প্রবেশ করে না কোনো রকম আমিষ খাবার৷ আগে মাটির প্রতিমায় পুজা হলেও এখন দেবী ধাতুমূর্তিতে পূজিতা হন। ফলে হয় না দশমীর প্রতিমা নিরঞ্জনও। দশমীতে হয় শুধুমাত্র ঘট বিসর্জন। বসাক বাড়ির এই পুজো দুই বাংলার সাবেক ঐতিহ্য বহন করে চলেছে প্রায় ৩০০ বছরেরও বেশি সময় ধরে ৷