কে হতে চলেছেন মোদীর উত্তরসূরী ? কার নাম উঠে এল ?

কে হবেন যোগ্য পদপ্রার্থী ?

author-image
Adrita
New Update
ড

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ সামনেই ২০২৪ এর লোকসভা ভোট রয়েছে। দেশের নজর রয়েছে এই ভোটের দিকে। কেন্দ্র সরকারের মুখ চেয়ে রয়েছে গোটা দেশ। কেননা, বিগত কয়েকদিনে 'মোদীর ম্যজিক' কাজ করেছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয়কে জনসমক্ষে আনার প্রয়াস করা হয়েছে এবং এক উন্নয়নশীল দেশ গড়ার লক্ষ্য স্থির হয়েছে। 

এবার পালা নরেন্দ্র মোদীর যোগ্য উত্তরসূরী নির্বাচনের। তবে এই বিষয়েও জনমত ইতিমধ্যে মিলেছে। সূত্র মারফত জানা গিয়েছে যে, ২৯ শতাংশ আগ্রহী  মানুষ প্রধানমন্ত্রীর আসনে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তথা অমিত শাহকে দেখতে চান। অন্যদিকে, ২৫ শতাংশ মানুষ উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে দেখতে চান এবং ১৬ শতাংশ মানুষ কেন্দ্রের সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গডকড়িকে প্রধানমন্ত্রীর পদে দেখতে চান। 

স

cityaddnew

স