ঝমঝম বৃষ্টিতে খাদ্যরসিক বাঙালির মন জয় করে নেই এই সব খাবার
আপনাদের জন্যে রইল সেই রকমই পাঁচ ব্যঞ্জন
খাদ্য তালিকার শীর্ষেই রয়েছে খিচুড়ি-ইলিশ মাছ ভাজা
তারপরেই রয়েছে খিচুড়ি-বেগুন ভাজা
যেহেতু ইলিশের মরশুম, তাই গরম ভাতে ইলিশ ভাপা মন্দ হয় না
সন্ধ্যের চায়ে বৃষ্টির সঙ্গে সঙ্গী হোক গরমাগরম সিঙাড়া
মুষুলধারের বৃষ্টিতে মন ভালো করে দেয় লুচি-আলুর দম