/anm-bengali/media/media_files/uhjXdKnKeRe3piEFlr8E.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ ২৪ পরগনায় খাল থেকে পাওয়া মেয়ের মৃতদেহ নিয়ে পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনে মহিলারা যে সুরক্ষিত নন, তা ফের প্রমাণিত হল। এর প্রতিবাদে এই বছর কোনও পুজো উদ্বোধন না করার সিদ্ধান্ত নিয়েছি। আমি মায়ের কাছে প্রার্থনা করব যাতে জনগণ এই সরকারকে উচিত শিক্ষা দেয়।"
#WATCH | On the body of a girl found in a canal in South 24 Paraganas, West Bengal BJP President Sukanta Mazumdar says, "It has been proved again that women are not safe under Mamata Banerjee administration. I have decided to not inaugurate any Puja (Durga puja pandal) this year… pic.twitter.com/DCOSnWV1As
— ANI (@ANI) October 5, 2024
প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের পর এবার জয়নগর। আবারও পুলিশকেই কাঠগড়ায় তুললেন সাধারণ মানুষ। বাড়ি থেকে ৫০০ মিটার দূরে উদ্ধার হয়েছে নাবালিকার ক্ষতবিক্ষত দেহ। ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। পুলিশের নাকের ডগায় কীভাবে এরকম একটি ঘটনা ঘটল, তা নিয়ে শনিবার সকাল থেকেই উত্তপ্ত গোটা এলাকা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষোভের আঁচও বাড়ে। অভিযোগ, ধর্ষণ ও খুনের অভিযোগ জানাতে গেলে, পুলিশ তা গ্রহণ করতে চায়নি। পুলিশের উদাসীনতা নিয়ে উঠেছে প্রশ্ন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us