New Update
/anm-bengali/media/media_files/WnrCDieVCkXMSPhjcc1I.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: কলকাতায় রাতভর বৃষ্টি হয়েছে, অথচ জল জমেনি এমনটা সচারচর দেখা যায় না। সারারাতের বৃষ্টিতে যে জলের তলায় যাবে তিলোত্তমা, এটাই স্বাভাবিক।
আর তেমনটাই ঘটল। গতকালের বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক এলাকা। উত্তর থেকে দক্ষিণ, চিত্রটা সব জায়গায় এক। ঢাকুরিয়া, সেন্ট্রাল অ্যাভিনিউ, কলেজ স্ট্রিট সহ একাধিক এলাকাতেই দেখা যাচ্ছে জলজমার ছবি। কোথাও হাঁটুর নীচে অবধি তো কোথাও হাঁটু পর্যন্ত জল দাঁড়িয়ে। জল পেরিয়েই চলছে মানুষের দৈনন্দিন জীবনযাত্রা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us