/anm-bengali/media/media_files/Mlk6t0YGVr5yICmwyoxV.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: বর্ষা প্রবেশ করেছে গোটা ভারতেই। প্রথম কেরালা দিয়ে বর্ষা ঢুকলেও ধীরে ধীরে তা সর্বদিকেই ছড়িয়ে পড়েছে। ফলে দেশের বিভিন্ন প্রান্তেই ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে। কোথাও কোথাও সেই পরিমাণটা অতিভারী বৃষ্টিপাতেও দাঁড়াচ্ছে। শুধু বঙ্গেই নয়, চেন্নাইয়েও দেখা যাচ্ছে এক চিত্র।
চেন্নাইয়ের একাধিক এলাকায় সারারাত ও আজ সকালেও টানা বৃষ্টি হয়েছে। যার জেরে একাধিক জায়গাতেই জল জমতে শুরু করেছে। সেরকমই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। চেন্নাইয়ের আরুম্বাক্কালের শ্রী শক্তি নগরের চিত্র। যেখানে দেখা যাচ্ছে, সারারাতের বৃষ্টিতে জলমগ্ন রাস্তা। সেই জল পেরিয়েই নিজেদের গন্তব্যে যেতে হচ্ছে সাধারণ মানুষকে।
#WATCH | Tamil Nadu | Overnight widespread rainfall and moderate rainfall in Chennai left some parts of the city waterlogged today.
— ANI (@ANI) June 19, 2023
Visuals from Sri Sakthi Nagar, Arumbakkam in Chennai. pic.twitter.com/ogusm1L4qP
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us