New Update
/anm-bengali/media/media_files/DRAvYlrMDeI4h3zTB8nR.jpg)
নিজস্ব প্রতিনিধিঃ ভয়ংকর ঘটনা, দেশের আইনের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন। এই ঘটনা প্রকাশ্যে এনেছে বর্ধমান পুলিশের দুর্বলতা। বিপুল সংখ্যক পথচারীদের সামনে মাফিয়া ডন রাজু ঝাকে (Raju Jha) গুলি করার ঘটনা ধরা পড়েছে ক্যামেয়ায়। তারা যে গাড়িতে এসেছিল সেই গাড়িতে উঠে সেখান থেকে পালিয়ে যায়। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে যা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এএনএম নিউজ সিসিটিভি ফুটেজের সত্যতা নিশ্চিত করেনি। তবে এটি তদন্তকারী কর্মকর্তাদের দ্বারা সংগ্রহ করা হয়েছে। বর্ধমান পুলিশ দাবি করেছে যে রাস্তা মেরামতের কাজ চলছিল, ফলে যানবাহন ধীর গতিতে চলছিল। তবুও প্রশ্ন উঠছে, সবার সমানে গোষ্ঠী সংঘর্ষের এতো বড় ঘটনা ঘটল, অথচ পুলিশ কিছু করতে পারল না কেন?
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us