'দাঙ্গা নীতি'-র লোকেরা জাতপাতকে উস্কে দিচ্ছে!

সাহারানপুরের একটি জনসভায় বক্তব্য রাখলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
yogimodi

নিজস্ব সংবাদদাতা: সাহারানপুরের একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, " 'দাঙ্গা নীতি'-র লোকেরা জাতপাতকে উস্কে দিচ্ছে।

yogi adityanath rt1.jpg

আমাদের সরকার নিশ্চিত করেছে যে আর যেন কোনও দাঙ্গা না হয় এবং তাই রাজ্যে কোনও কার্ফিউ নেই। কার্ফিউ যারা সৃষ্টি করে তাদের ঠান্ডা করে, রাজ্যে শান্তির বাতাবরণ সৃষ্টি করেছি। তাদের বেড়ে ওঠার সুযোগ দেবেন না।

ppolp16.jpg

জাতপাতের এই রাজনীতি দাঙ্গা ও কার্ফিউকে আমন্ত্রণ জানায় ও উন্নয়নের অন্তরায় হয়ে দাঁড়ায়।"

Add 1