/anm-bengali/media/media_files/5LmeuB3I3Yr4cOrsLqio.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ রতন টাটার প্রয়াণে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, "দেশের মহান 'সেবক' রতন টাটা আর আমাদের মধ্যে নেই। তিনি তাঁর জীবনে যে অবদান রেখেছেন এবং দেশের উন্নয়নে দিকনির্দেশনা দেওয়ার জন্য তিনি যে পদক্ষেপ নিয়েছেন। ইতিহাস তাকে চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।"
#WATCH | Dibrugarh, Assam: On the demise of Ratan Tata, Union Minister Sarbananda Sonowal says, " The great 'Sevak' of country, Ratan Tata is not with us anymore. The contributions he made in his life and the steps he has taken to give direction to the development of the country.… pic.twitter.com/u2PpQPm2Oq
— ANI (@ANI) October 10, 2024
প্রসঙ্গত, টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান তথা দেশের অন্যতম প্রথম সারির শিল্পপতি রতন টাটার জীবনাবসান। অসুস্থ হয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানেই বুধবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। বয়স বাড়লেও কাজের জগতে সক্রিয় ছিলেন রতন টাটা। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও ছিলেন সক্রিয়। টাটা সনস সংস্থাকে যেভাবে তিনি এগিয়ে নিয়ে গিয়েছে, সংস্থার যা কর্মকাণ্ড, তা কার্যত এক দৃষ্টান্ত স্থাপন করেছে ভারতের শিল্পের জগতে। গত ৬ অক্টোবর মধ্যরাতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় মুম্বইয়ের একটি হাসপাতালে। অসুস্থ হওয়ার খবর প্রকাশ্যে আসার পর দেশ জুড়ে যখন উদ্বেগ বাড়ে, তখন সোশ্যাল মিডিয়ায় আসে রতন টাটার বার্তা। তিনি জানান, তিনি সুস্থই আছে। তাঁকে নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। কিন্তু বুধবার ফের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে তাঁর। তখনই জানা যায়, অবস্থা আশঙ্কাজনক। আর ফেরা হল না কিংবদন্তী শিল্পপতির। রাতেই এল তাঁর মৃত্যুর খবর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us