'সবকা সাথ, সবকা বিকাশ'...

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'সবকা সাথ, সবকা বিকাশ' উক্তি নিয়ে মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।

author-image
Shroddha Bhattacharyya
New Update
anurag thakur dfg.jpg

নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, "কংগ্রেসের দেখানোর কিছু নেই, বলার কিছু নেই, ভবিষ্যতের জন্য তাদের কোনও ধারণা নেই৷ তাই সেই একই কংগ্রেস যে বাবা সাহেব আম্বেদকরকে একবার নয়, বহুবার অপমান করেছে, তাকে দল থেকে বহিষ্কার করেছে, সেই কংগ্রেস নির্বাচনে হেরেছে।

anurag thakurrr.jpg

৬২ বার সংবিধান সংশোধনের কাজটি করেছে কংগ্রেস ও নেহরু-গান্ধীর পরিবার। এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার।

1anurag thakur.jpg

যেদিন প্রথম প্রধানমন্ত্রী মোদি সংসদ ভবনে প্রবেশ করেছিলেন, সেদিনই তিনি সংবিধানের সামনে মাথা নত করেছিলেন। মাথা রেখে বলেছিলেন আমরা 'সবকা সাথ, সবকা বিকাশ' করব।"


Add 1