/anm-bengali/media/media_files/2025/05/03/GVyw28VEfgdKYhbkirYM.jpg)
নিজস্ব সংবাদদাতা : ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে তিনি বলেন, “বর্তমানে দুই দেশের মধ্যে সম্পর্ক বহু বছরের মধ্যে সবচেয়ে উত্তপ্ত অবস্থায় পৌঁছেছে। এটি অত্যন্ত দুঃখজনক।”
তিনি আরও বলেন, “ভারত ও পাকিস্তান—দুই দেশের সরকার ও জনগণের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা আছে। জাতিসংঘের বিভিন্ন কাজে, বিশেষ করে শান্তিরক্ষী মিশনে এই দুই দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাই তাদের সম্পর্কের এই উত্তেজনাপূর্ণ মোড় সত্যিই কষ্টদায়ক।”/anm-bengali/media/media_files/2025/05/04/42EbTj4KVkxA0rbk0H08.jpg)
গত ২২ এপ্রিল, জম্মু-কাশ্মীরের পাহেলগাঁওয়ে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রসঙ্গ তুলে গুতেরেস বলেন, “আমি ওই হামলার তীব্র নিন্দা জানাই এবং নিহতদের পরিবারকে গভীর সমবেদনা জানাচ্ছি। বেসামরিক নাগরিকদের টার্গেট করা কখনই গ্রহণযোগ্য নয়। যারা এই হামলার জন্য দায়ী, তাদের অবশ্যই বিশ্বাসযোগ্য ও আইনসম্মত প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি করা উচিত।”
মহাসচিব সতর্ক করে বলেন, “এই মুহূর্তে সামরিক সংঘাত এড়ানো অত্যন্ত জরুরি। কারণ এমন সংঘাত খুব সহজেই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।” তিনি আরও বলেন, “এখনই সংযম দেখানোর সময়। এখনই সরে আসতে হবে সংঘাতের কিনার থেকে। আমি উভয় দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি এবং এটাই বার্তা দিয়ে যাচ্ছি—সামরিক সংঘর্ষ কোনও সমাধান নয়।”/anm-bengali/media/post_attachments/d14ddda9-915.png)
জাতিসংঘ মহাসচিব আরও জানান, “শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমি মধ্যস্থতার প্রস্তাব উভয় দেশকে দিচ্ছি। জাতিসংঘ যেকোনো শান্তিপূর্ণ উদ্যোগে পাশে থাকতে প্রস্তুত, যাতে কূটনৈতিক উপায়ে উত্তেজনা প্রশমিত হয় এবং উভয় দেশ নতুন করে শান্তির পথে এগিয়ে যায়।”
#WATCH | US | Tensions between India and Pakistan are at their highest in years. I deeply respect and am profoundly grateful to the governments and people of both countries and their significant contributions to the work of the United Nations, not least UN peacekeeping. And so it… pic.twitter.com/a2nulj2wX8
— ANI (@ANI) May 5, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us