বেকার যুবক–যুবতীদের টোপ দিয়ে প্রতারণা

চাকরির টোপ দিয়ে টাকা আত্মসাৎ। এমন অভিযোগ বারবার সামনে আসছে। প্রলোভন দেখিয়ে উত্তরবঙ্গের নানা জেলা থেকে বেকার যুবক–যুবতীদের টোপ দিয়ে প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ।

কেন বেকার যুবক–যুবতী চাকরির প্রলোভনে পা দিচ্ছেন?‌

এই আবহের মধ্যেই আবার বেফাঁস মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তাতে রাজ্য–রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। কেন বেকার যুবক–যুবতীরা চাকরির প্রলোভনে পা দিচ্ছেন?‌

'যাঁরা টাকা দেয় তাঁরা খারাপ'

উদয়ন বলেন, ‘‌এখন চাকরির কিছুটা সংকট রয়েছে। তাই অনেকে প্রলোভনে পা দিচ্ছেন। আমরা সরকারের পক্ষ থেকে সচেতনতা বৃদ্ধি জন্য কম চেষ্টা করছি না। বিভিন্ন সমাবেশে বারবার বলা হচ্ছে, প্রলোভনে পা না দিতে। যাঁরা টাকা দেয় তাঁরা খারাপ।'