রাজ্যে SIR প্রক্রিয়ার বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ: বিজেপিকে তীব্র আক্রমণ মুখুট মণি অধিকারীর

“SIR নাম করে এনআরসি চালু—১–২ কোটি মানুষের নাম বাদ দিচ্ছে সরকার”।

author-image
Aniket
New Update
Screenshot 2025-11-26 6.50.13 AM

নিজস্ব সংবাদদাতা: রাজ্যে চলছে SIR প্রক্রিয়ার বিরুদ্ধে বিক্ষোভ জানিয়ে তৃণমূল কংগ্রেস বিধায়ক মুখুট মণি অধিকারী কড়া আক্রমণ শানালেন বিজেপির বিরুদ্ধে।


তিনি দাবি করেন, “SIR-এর নামে বাংলায় এনআরসি চালু করা হচ্ছে। ১ থেকে ২ কোটি নাগরিকের নাম বাদ দেওয়া হচ্ছে—যাদের অনেকেই বিজেপির বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত।” তিনি আরও অভিযোগ করেন, “নির্বাচন কমিশন, ইডি, সিবিআই ও কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে বিজেপি ১৯–২০টি রাজ্যে সরকার গড়েছে। কিন্তু বাংলায় তাদের স্বপ্ন কোনওদিনই পূরণ হবে না।”