২৪'র ভোটে তৃণমূলের ঝুলিতে ৩৯ আসন

দলের প্রতি আত্মবিশ্বাসী নেত্রী।

author-image
Adrita
New Update
রদ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে মিলবে ৩৯ টি আসন। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দলের পারফরম্যান্স নিয়েও আত্মবিশ্বাসী দলের নেত্রী। 

 রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, বাংলার বুকে ২৪'র ভোটে তৃণমূল সুনামি উঠতে চলেছে। খুব কম করেও ৩৯টি আসন পেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বিরোধীদের পকেটে যেতে পারে মাত্র ৩টি আসন। সেই ৩টেও আবার বিজেপির ঝুলিতেই যাবে বলে দাবি তাদের। সেই ৩টি আসন হল - কোচবিহার, দার্জিলিং ও বনগাঁ। বাকি সবই যাবে ঘাসফুলের দখলে। যদি এই দাবি শেষমেষ সত্যি হয় তাহলে এবারেই তৃণমূল সর্বোচ্চ লোকসভা কেন্দ্র পেতে চলেছে। এতদিন পর্যন্ত এই সংখ্যাটা ছিল ৩৪, যা ১০ বছর আগে ২০১৪'র লোকসভা নির্বাচনে এসেছিল।

স

cityaddnew

স